মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা ক্যাম্পাসের রাস্তায় প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাজাহান কামাল।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের এই ঐতিহ্য আমাদেরকেই ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম যেন এটা চর্চা করতে পারে, বিকশিত করতে পারে এবং আধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে যেন এটার আরো উৎর্কর্ষ সাধণ করতে পারে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
ফম/এমএমএ/