মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শিশুদের মাঝে খাবার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় চরকালিয়া সরকারি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ওই বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। অনুষ্ঠান আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন গাজী।
ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আশেকে রাসুল ইকবাল হোসেন, ফখরুল ইসলাম, আল-আমিন, রেহান উদ্দিন ফরাজি, বাদশা মিয়া, ইসমাইল খান, সাংবাদিক মহাসিন, বিল্লাল হোসেন, মনজু, মনু দর্জি, আক্তার সরকার, মোঃ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। পরে উপস্থিত শিশু শিক্ষার্থী ও মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমরা সকলেই আল্লাহর নিদের্শ মেনে ও মহানবী (সা.) এর দেখানো পথে চলবো। ইসলামকে অনুসরণ ও অনুকরণ করবো। তাহলেই সকলের সকলের জীবনে শান্তি আসবে। মানুষের জীবনে শান্তি আনতে ইসলামের বিকল্প নেই। মহানবী (সা.) আমাদেরকে সকল শান্তির পথ দেখিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে ইসলাম পালন করছেন। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে। তাই আগামী দিনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম