মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে তবারক বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): সৃষ্টি কুলের শিরোমনি, হযররত মহানবী (সাঃ) এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আনন্দ মিছিল ও তবারক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোড়াইরকান্দি মাহবুবে খানকা শরীফ থেকে আনন্দ মিছিল বের করে সুজাতপুর বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। এরআগে সুজাতপুর বাজারের সকল ব্যবসী, পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে ৬ হাজার প্যাকেট তাবারক বিতরণ করা হয়।

হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী (রহঃ) এর উত্তরসুরী ইমাম প্রফেসর ড. আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ) এর নির্দেশনায় মতলব উত্তর ও দক্ষিণ আশেকে রাসুল (সাঃ) গোলামবৃন্দের উদ্যোগে আনন্দ মিছিল ও তাবারক বিতরণ করেন। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ, পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরেন এবং এই দিনে মহানবী (সাঃ) এর আগমন উপলক্ষে সকলকে আন্তরিক মোবারকবাদ জানান। এটিই হলো মুসলিম ধর্মের বড় ঈদ এবং এই দিনে সকলে একত্রিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় ধর্মীয় ইবাদত করার আহ্বান জনান তারা।

এসময় উপস্থিত ছিলেন, আশেকে রাসুল (সাঃ) গোলাম মোঃ ফখরুল ইসলাম, প্রফেসর রুহুল আমিন, মানিক শিকদার, আক্তার সরকার, ফরিদ মিয়া, বোরহান ফরাজী, মাহবুব খান, শরীফ উল্লাহ, কাউছার, লিটন সহ আশেকে রাসুল (সঃ) গোলামবৃন্দ। এছাড়াও আনন্দ মিছিলে শত শত ভক্তবৃন্দ যোগদান করেন।

আনন্দ মিছিল শেষে গোড়াইরকান্দি খানকায়ে মাহবুব-এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম