মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত ৭৪ জন জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) দুপুরে উপজেলা পরিষদের বটতলায় বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এসময় তিনি জাটকা রক্ষায় জেলেদের করণীয় বিষয়ে বক্তব্য দেন।
বক্তব্য ইউএনও বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এই সোনালী সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, মৎস্য রক্ষায় সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ দিচ্ছেন। এইসব উপকরণ সঠিক ভাবে কাজে লাগাতে হবে। যাতে নদীতে মাছ ধরা নিষিদ্ধের সময় ওই উপকরণ দিয়ে জীবিকা নির্বাহ করা যায়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় চন্দ্র দাসের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন সহ সাংবাদিক ও জেলে প্রতিনিধিগণ।
ফম/এমএমএ/