মতলব উত্তরে নববিবাহিত যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামের মোঃ রাব্বি (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২২ মে) দুপুরে তার নিজ ঘরে তিনি ফাঁসিতে ঝুলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বি ওই গ্রামের  মুক্তার হোসেনের ছেলে।

রাব্বির বড় ভাই রায়হান জানান, সে কেন আত্মহত্যা করল আমরা তা জানি না। তবে হয়তো পারিবারিক কলোহের কারণে ফাঁস দিয়েছে। গত এক মাস আগে সে বিয়ে করেছে। দুপুরে সে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার পড়ে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে আনি।

এদিকে ওসি মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে সুরুতাহাল রিপোর্ট তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। মৃত্যুর কোন কারণ জানা যায় নি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম