মতলব উত্তরে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও আগামীতে করনীয় সংক্রান্ত সভা

মতলব উত্তরে নতুন কারিকুলাম বাস্তবায়নে করণীয় বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও আগামীতে করণীয় সংক্রান্ত সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোঃ আবুল কালাম আজাদ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম সহ সকল স্কুল ও মাদ্রাসা প্রধানগণ। সভায় উন্মুক্ত আলোচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নতুন কারিকুলাম বাস্তবায়নে নিজস্ব মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আধুনিক শিক্ষার বিপ্লব ঘটেছে। যা বিগত কোন সরকার চিন্তাও করেনি। বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা এগিয়ে চলছে। আমাদের যোগ্য শিক্ষামন্ত্রীর নেতৃত্বে যে কারিকুলাম হয়েছে তার খুবই সুন্দর ও মানসম্মত। তাই আগামী দিনের শিক্ষা হবে আধুনিক শিক্ষা।

তিনি আরো বলেন, বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বিশে^ একমাত্র বাংলাদেশেই নজির। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। শুধু তাই নয় শিক্ষায় আধুনিক ভবন, আইসিটি ল্যাব, উপবৃত্তি প্রদান, বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ নানান সুবিধা দিচ্ছে সরকার। এসব উন্নয়নের কথা বিভিন্ন মহলে আলোচনা করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম