মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠাকুরচর গ্রামে মিয়াজী বাড়িতে বসতঘরে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার রাত ২.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক এ তথ্য নিশ্চিত করেন। ডাকাতির ঘটনায় ওই ঘরের ৪ জন গুরুতর আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজীর নির্মাণাধীন বিল্ডিংয়ে তার স্ত্রী খায়রুন নেছা ও মহিউদ্দিন (৪০), আলাউদ্দিন (৩৫) ও সালাউদ্দিন (৩২) বসবাস করেন। বিল্ডিংয়ের এক ইউনিট নির্মাণের কাজ প্রায় শেষ হলেও অন্য ইউনিটের কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন ইউনিটের বারান্দার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুট করে ডাকাত দল। এসময় মহিউদ্দিন, আলাউদ্দিন ও সালাউদ্দিনের সাথে হাতাহাতি হলে তাদের উপর দেশীয় অস্ত্র চালায় ডাকাতরা। রাম দা দিয়ে কোপ দিলে মহিউদ্দিন গুরুতর আহত হন। এ ঘটনার সময় আলাউদ্দিনের স্ত্রী বারান্দা দিয়ে বেরিয়ে ডাক চিৎকার দিলে ডাকাত দল পালিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, মহিউদ্দিনের মা খায়রুন নেছার কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে। ফলে তিনি আহত হয়ে পড়েন। এছাড়াও ২ টি চেইন, ২ টি মোবাইল সেট ও একটি আইফোন নিয়ে গেছে ডাকাতরা। আহতদের প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক জানান, ঘটনা খবর পেয়ে আমি সকাল ভোরে পরিদর্শনে যাই। সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মহোদয় এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) টিম এসেছিলেন। এটি একটি অনাকাঙ্কিত ঘটনা। তবে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে, যেকোন মূল্যে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
ফম/এমএমএ/আরফাত/