মতলব উত্তরে তিন হাজার তাল গাছ রোপন কার্যক্রম উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনার আলোকে মতলব উত্তর উপজেলায় তিন হাজার তাল গাঝের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিথী রানী দাস, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু তাহের সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মানব জাতির জন্য তাল গাছ বহু উপকারী একটি গাছ। এই গাছ মানুষের বহু ধরনের উপকারে আসে। সবচেয়ে বড় উপকার হয় প্রাকৃতিক দুর্যোগে আমাদের রক্ষা করে। বিশেষ করে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের ভূমিকা অতুলনীয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন তাল গাছ রোপন করতে। যাতে করে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই।

তিনি আরো বলেন, একমাত্র শেখ হাসিনাই আমাদের মডেল প্রধানমন্ত্রী, যিনি দেশের জনগণকে নিয়ে ভাবেন। আর উন্নয়ন করেন। তার কারণেই আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম