মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক র‌্যালী

মতলব উত্তর (চাঁদপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের নেতৃত্বে গণসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট)  বিকালে সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে সুজাতপুর বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পূণরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন এবং র্যালী শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মাস্টার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।

র‌্যালী শেষে বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মহামারী একটি দুঃসময় পাড় করেছি। আল্লাহর রহমতে অন্যান্য দেশের চেয়ে আমাদের বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত কম হয়েছে। এবারও করোনার মত ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গু মোকাবিলা করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে ডেঙ্গু সচেনতায় কার্যক্রম করার। তাই আমরা সকলেই নিজের ঘর বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখবো। যাতে করে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে। সবাই একটু সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আর ডেঙ্গু লক্ষণ ধরা পড়লে সাথে সাথে হাসপাতাল অথবা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম