মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি, কাঁচি (কাটার), লোহার রড, মোবাইল সেট, পিকআপ গাড়ী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে মুহাম্মদ আব্দুর রকিব, পুলিশ সুপার, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১২ এপ্রিল, ২০২৫, সময় ০২.৫০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউপির চরমাছুয়া বাদামতলা সাকিনস্থ বেড়িবাঁধ সড়কের উপর ডাকাতীর প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য মোঃ সোহেল রানা প্রধান সোহেল ডাকাত (৪০), পিতা- আঃ হালিম, স্থায়ী সাং- চর গুল্লাখালী, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী, বর্তমান সাং-বসুরহাট, স্বর্ণকার বাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, এবং মোঃ জাবেদ (৩৭), পিতা-মৃত আলী আজম, মাতা-বেলফা খাতুন, সাং-সরগনতা, খলিফা বাড়ী, থানা-সোনাইমুরি, জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করেন।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ক) ০১ (এক)টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছুরি, যাহার হাতল সহ দৈর্ঘ্য ২৭”, লোহার অংশের দৈর্ঘ্য ১৯” ও কাঠের অংশের দৈর্ঘ্য ০৮”, প্রস্থ ০৩” , খ) একটি কাঠের বাটযুক্ত স্টীলের তৈরী চাপাতি, যাহার মোট দৈর্ঘ্য ১৫.৫০’’ , যাহার মধ্যে লোহার অংশ ১০.৫০” ও কাঠের বাট ০৫” , প্রস্থ-০৩”, গ) স্টীলের তার ও তালা কাটার ০১টি বিশেষ কাঁচি (কাটার), যাহার হাতলের অংশ হলুদ ও মাঝের অংশ নীল, যাহার মোট দৈর্ঘ্য ২৫” , ঘ) একটি ৫ সুতার লোহার রড, যাহার মোট দৈর্ঘ্য ২৩”, ঙ) ০১টি লোহার তৈরী মেশিনারী রড, যাহার মোট দৈর্ঘ্য ৩৮.৫০”, চ) ০১টি OPPO এন্ড্রোয়েড মোবাইল সেট, ছ) ০১টি কালো রংয়ের আইকন বাটন মোবাইল সেট, জ) ০১টি নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৬৯২ উদ্ধার পূর্বক জব্দ করেন।
ওসি রবিউল হক বলেন, উক্ত ঘটনায় ধৃত আসামী সহ তাহাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার ,এফআইআর নং-২৯, তারিখ- ১২ এপ্রিল, ২০২৫; জি আর নং-১৯০, তারিখ- ১২ এপ্রিল, ২০২৫; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ দায়ের পূর্বক ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/