মতলব উত্তর (চাঁদপুর): জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মতলব উত্তরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্ত্বরে ফিরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ। এ সময় যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
ফম/এমএমএ/