মতলব উত্তরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মে) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্যামল কুমার বাঢ়ৈর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ, ছেঙ্গারচর সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৮১ টি ইভেন্টে ২৪৩ জন বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম