মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনায় ইউপি সদস্য’সহ আটক ৩

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনায় ইউপি সদস্য’সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- এনায়েতনগর গ্রামের রহমত উল্লার ছেলে মামুন (৩০), দক্ষিণ ফতেপুর গ্রামের ও স্থানীয় ইউপি সদস্য আলমগীর (৪০) ও মধ্য ঠেটালিয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২)।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীর উপর রবিবার সকালে সাহেব বাজার এলাকায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর সমর্থকরা হামলা করে। এ ঘটনায় নুরুল ইসলাম পাটোয়ারীর মাথা ফাটিয়ে ফেলে। এ ঘটনায় তিনি আজমল হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে আরো ১৫-২০জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় এ তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন>>মতলব উত্তরে স্বতন্ত্র প্রার্থীর মাথা ফাটিয়ে দিল নৌকা সমর্থিত কর্মীরা

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম