মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ( ২১ নভেম্বর) দিনগত রাতে উপজেলার গালিমখাঁ বাংলা বাজার বেরীবাঁধের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে অত্র থানাধীন বাগানবাড়ি ইউনিয়নস্থ গালিমখাঁ বাংলা বাজার সি.এন.জি ষ্ট্যান্ড সংলগ্ন সফিকুলের চটপটি দোকানের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, মতলব উত্তর উপজেলার খাস উদ্দামদী গ্রামের জাফর বেপারী ছেলে ইব্রাহিম বেপারী (২৩) ও এই উপজেলার এখলাছপুর গ্রামের ইলিয়াছ বেপারীর ছেলে আরিফ হোসেন (২৩)। তাদের সাথে থাকা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার পর ২২ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/