মতলব উত্তর (চাঁদপুর): স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন।
চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, সমাজ সেবক এ এম ইসা পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, সুলতানা বাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, উপজেলা মহিলা লীগ নেত্রী লাভলী আক্তার, সাবেক ছাত্র ইসমাইল হোসেন, শিক্ষক রবীন্দ্র চন্দ্র, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ইকবাল, যুবলীগ নেতা পলাশ, সমাজ সেবক জসিম উদ্দিন, ইউপি সদস্য গৌরাঙ্গ বিশ্বাস প্রমুখ।
এমপি নুরুল আমিন রুহুল বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তোলে। অপরাধ কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
ফম/এমএমএ/