মতলব উত্তরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলম বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 ৬ জুলাই রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের কুনু মার্কেটেরন মেইন রাস্তার পূর্ব পার্শ্বের জনৈক সাইজ উদ্দিনের মাংস দোকানের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত¡াবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ শাহ্ আলম মিয়া, সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করিয়া অত্র উত্তর থানাধীন ১নং ষাটনল ইউনিয়নস্থ কুনু মার্কেটের মেইন রাস্তার পূর্ব পার্শ্বের জনৈক সাইজ উদ্দিনের মাংস দোকানের ভিতর থেকে মোঃ জাহাঙ্গীর আলম বেপারী (৪৬) কে গ্রেফতার করে পুলিশ। আটককৃত মাদক ব্যববসায়ী উপজেলার চান্দ্রাকান্দি গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে।
ওসি মোঃ মহিউদ্দিন জানান, আটকৃত আসামীর বিরুদ্ধে ৭ জুলাই নিয়মিত মামলা রুজু করে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম