মতলব উত্তরে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনকল্পে প্রস্তুতিমুলক সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ  গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনকল্পে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি ) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হাসান, সহকারি শিক্ষা অফিসার  আবু হানিফ, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় আসন্ন ২৫ মার্চ  গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরিশেষে উপজেলা নিবার্হী অফিসার উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম