মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ, সার ও হাইব্রীড বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হাসান। পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিথী রানী দাস, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাদ আজাদ, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সহ কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ। মতলব উত্তর উপজেলায় ফসলশীল ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন কর্মসূচীর আওতায় ২ কেজি করে বীজ প্রদান করা হয়। ১৪ টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট ৫ হাজার ৬০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও আশরাফুল হাসান বলেন, সরকারি প্রণোদনার সার ও বীজ ব্যবহার করে সবাই লাভবান হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা আবাদী জমি একটুও খালি থাকবে না। সেই লক্ষ্যে যার যতটুকু আবাদী জমি আছে সবাই তাতে চাষাবাদ করবেন। সরকার প্রতিটি কৃষককে প্রণোদনা দিচ্ছেন।
তিনি আরো বলেন, কৃষকরা হলো আমাদের দেশের সম্পদ। তারা চাষাবাদ না করলে দেশ স্থবির হয়ে যেত। আমাদের খাদ্য চাহিদা মিটতো না। তাই কৃষকদের যার যার জায়গা থেকে সম্মান করতে হবে। খাদ্য চাহিদা মিটাতে একজন আদর্শ কৃষকদের অনেক গুরুত্ব আছে।
ফম/এমএমএ/