মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরেরমতলব উত্তর উপজেলার জঙ্গল ইসলামাবাদ গ্রামে শান্ত (১৪) নামের এক কিশোরের মরদেহ গাছের চুড়ায় ঝুলছিল।
বুধবার (১৯) জুন দুপুর ২ টার দিকে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা ডাক চিৎকার দেয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, জঙ্গল ইসলামাবাদের দুলাল মিজির ছেলে শান্ত গাছের চুড়ায় উঠে ডালার সাথে ফাঁস দিয়েছে। তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সত্যতা জানা যাবে।
এদিকে পারিবারিক সুত্র জানায়, শান্ত’র মাথায় সমস্যা আছে। সে ঠান্ডা প্রকৃতির লোক হলেও চলাফেরা ছিল উদাসীন। তবে তার সমবয়সী কয়েকজন জানান, মেয়ে সংগঠিত বিষয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার এ আত্মহত্যায় পরিবারে শোক নেমে আসে।
ফম/এমএমএ/