মতলব উত্তর (চাঁদপুর): ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই আনন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনায় ও চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সুজাতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পার্টি অফিসে এসে মিষ্টি মুখ করেন নেতাকর্মীরা এবং উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে অংশ গ্রহন করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, আওয়ামী লীগ নেতা আঃ ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াছকুরুনী সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ছেংগারচর পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি, যুবলীগ নেতা জসিম উদ্দিন পাটোয়ারী, নিপু সরকার সহ শত শত নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আমরা আনন্দিত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অনেক এগিয়ে চলছে। তাই বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায় জনগণ। এবারের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে বাংলাদেশের মানুষ। আর চাঁদপুর-২ আসনে তৃণমূলের প্রাণের স্পন্দন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ভাইকে দলীয় মনোনয়ন দিয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার উন্নয়ন অব্যাহত রাখবেন বলেন আমাদের বিশ্বাস।
ফম/এমএমএ/