মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বিত্তরা। এর দুই শ’ গজ দুরে ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা কর্তৃক নির্মিত আরেকটি কার্যালয় ভাংচুর করা হয়েছে। বুধবার দিনগত রাতে এই ঘটনা ঘটলে এলাকায় দুই গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।
পরদিন বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর থেকে দশানী এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে সাধারণ জনগণের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। জানা গেছে, মেঘনা নদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ২৬ জুলাই দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষের জেড় এলাকায় অস্থিরতা শুরু হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, রাত ২ টার সময় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইব্রাহিম ছেয়াল বলেন, আমি ঘাট পাহাড়ার কাজ শেষ করে রাত ২ টার সময় বাড়ি যাওয়ার সময় দেখি আওয়ামী লীগ অফিসের ভিতরে আগুন জ্বলছে। একটু এগিয়ে দেখি সুভা চেয়ারম্যানের লোক রাসেল, রাজিব, শামীম, সেন্টু, করিম, ফরহাদ, টিপু ছৈয়াল, বাদল সরকার তারা অফিসে আগুন দিয়েছে। আমি ডাকচিৎকার দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল সরকার, যুবলীগের আহ্বায়ক এসএম মনির, লিটন ভুইয়া, যুবলীগ নেতা রিপন ছৈয়াল সহ এলাকার আরো কয়েকজন বলেন, আমরা এই কলাকান্দা ইউনিয়নবাসী খুবই অত্যাচারীত হচ্ছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চেয়ারম্যান সোবহান সরকার সুভা আমাদের উপর অন্যায় ভাবে অত্যাচার করছে। জ্বালাও পোড়াও এবং মামলা হামলা করে নেতাকর্মীদের হয়রানি করছে। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বসে মিটিং করি সেই অফিসটি জ্বালিয়ে দিয়েছে।
চেয়ারম্যান সোবহান সরকার সুভার অনুসারী আঃ করিম বলেন, চেয়ারম্যানের কোন লোক তাদের অফিস জ্বালায় নি। বরং তারা আমাদের লোকদের মারধর করেছে এবং তারা এসে আমাদের পার্টি অফিস ভাংচুর করেছে।
ফম/এমএমএ/আরাফাত/