মতলব উত্তরে ইমামপুর পল্লী মঙ্গল উবি’র পূর্নমিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন 

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ১ম পূর্নমিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বার্ষিক পুর্নমিলনী উদযাপনের জন্য ১৯৭৭ ব্যাচের মো. শাহজাহান সরদারকে আহ্বায়ক ও ২০০০ ব্যাচের মো. মফিজুল ইসলাম শান্ত (ভিপি) কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির পরামর্শক্রমে আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একটি বর্নাঢ্য বার্ষিক পুর্নমিলনী আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আহ্বায়ক কমিটিকে বিনীত অনুরোধ জানানো হয়। উক্ত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আব্দুল কুদ্দুস (ব্যাচ-১৯৭৮), মো. আলাউদ্দিন খান (ব্যাচ-১৯৮১), মো. কামরুজ্জামান ইয়ার হোসেন (ব্যাচ-১৯৮১), মো. গুলজার আলম দেওয়ান (ব্যাচ-১৯৮২), প্রফেসর মো. মাহফুজুর রহমান (ব্যাচ-১৯৮৩), মো. শাহজাহান মোল্লা (ব্যাচ-১৯৮৪), এড. মো. মফিজুল ইসলাম সরকার (ব্যাচ- ১৯৮৫), মো. জিয়া উদ্দিন মিয়াজী (ব্যাচ- ১৯৮৬), ঢালী আবু হানিফ (ব্যাচ- ১৯৮৬), মো.রফিকুন্নবী (ব্যাচ- ১৯৮৯), রুমন আহম্মেদ সজিব (ব্যাচ-১৯৯৪), ইঞ্জি. হাবিবুর রহমান ফেরদৌস (ব্যাচ- ১৯৯৫), ফরিদ উদ্দিন (ব্যাচ- ১৯৯৮), মো. বদিউজ্জামান চয়ন (ব্যাচ-২০০০), আবু নাসের শ্যামল (ব্যাচ-২০০১)।
এছাড়া উক্ত কমিটিতে সদস্য পদে রয়েছেন একেএম সেলিম মিয়া (ব্যাচ-১৯৮২), ডিএম রফিকুল ইসলাম (ব্যাচ-১৯৮৪), লায়ন এস এম মতিউর রহমান (ব্যাচ-১৯৮৪), ইঞ্জি আলহাজ মো. মনিরুজ্জামান ( ব্যাচ-১৯৬৪), মো. শহিদুল আলম (ব্যাচ-১৯৮৯), মো. জাহিদুল হাসান মিঠু (ব্যাচ-১৯৯১), আব্দুল কাদির রিপন (ব্যাচ-১৯৯২), মো.জহিরুল ইসলাম (ব্যাচ-১৯৯৪), মাজহারুল ইসলাম মিজান (ব্যাচ-১৯৯৭), মো.সাত্তার গাজী (ব্যাচ-১৯৯৭), নুসরাত জাহান সুমী (ব্যাচ-১৯৯৯), ফরিদুল ইসলাম (ব্যাচ-১৯৯৮), রিয়াদ পারভেজ রাজন (ব্যাচ-২০০০), সুমন সরদা্র (ব্যাচ-২০০২), আবু বকর বিপুল (ব্যাচ-২০০৪), মেহেদী হাসান রাফি (ব্যাচ-২০০৯), এস এম মতিউর রহমান (ব্যাচ-১৯৮৪), ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান (ব্যাচ-১৯৬৪)।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম