মতলব উত্তর (চাঁদপুর): ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩।
বুধবার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, এসডিএফ এর সদস্য মোঃ নুর নবী, পপি আক্তার, সুদীপ্ত সপ্তবর্ণা সামাজিক সংগঠনের পরিচালক এবিএম শামসুল আলম মোশাররফ মাষ্টার, নারী উদ্যোক্তা রুমা আক্তার প্রমুখ।
সভায় বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলেন ধরেন বক্তারা। নারীদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই এবং সমান অধিকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় আরও আত্মবিশ্বাস হওয়ার আহ্বান জানানো হয়।
ফম/এমএমএ/আরাফাত/