মতলব উত্তরে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়।

বুধবার (১ জুন) বিকালে উপজেলা পরিষদের বটতমূলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক কামাল হুসাইন, সহকারী শিক্ষা অফিসার ওয়ালি উল্যাহ।

উপজেলার ১৮২ টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ইউনিয়ন পর্যায় এই প্রতিযোগীতা হয়ে উপজেলা পর্যায়ে আসে। উপজেলা পর্যায়ে ৫৩ টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা থেকে ১৫৯ জন শিশু শিক্ষার্থী পুরস্কৃত হয়েছে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম