মতলব উত্তরে অশ্লীল নৃত্য ও জাদু খেলা বন্ধ করল পুলিশ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে অশ্লীল নৃত্য ও জাদু খেলা বন্ধ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে খেলা বন্ধ করে দেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল।

রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন মতলব উত্তর থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর বেলতলী বাজারের পূর্বপাশে বালুর মাঠে একটি অশ্লীল নৃত্য ও জাদু খেলার আয়োজন করা হয়েছে। বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে অশ্লীল নৃত্য ও জাদু খেলা বন্ধ করে দেন এবং জাদু দেখানের জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে দেন।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চাঁদপুর জেলায় যে কোন ধরনের অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ এর বিরুদ্ধে এই ধরনের পুলিশী অভিযান চলমান থাকবে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম