মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা এলএসডি অফিস প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি গাজী শরিফুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, গোডাউন কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব, রেদোয়ান আহমেদ সহ কার্ডধারী কৃষকগণ।
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি মূল্যে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৮৫ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় লটারির মাধ্যমে ১৪২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। এতে প্রতি কৃষক গুদামে ২ টন ধান বিক্রি করতে পারবেন। এ ধান সংগ্রহ কর্মসূচি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফম/এমএমএ/