মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন স্থানে জাটকা রক্ষা অভিযান চালিয়ে বিক্রি করার সময় ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) ভোরে উপজেলার জনতা বাজার, বাবুরবাজার, এখলাছপুরের বিভন্ন মৎস্য আড়ৎ, বেলতলী, কালিপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মতলব উত্তর থানার এসআই অহিদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এসময় জব্দকৃত ৬০ কেজি জাটকা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাতীয় জাটকা ইলিশ মাছ রক্ষা অভিযান চলছে এবং আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। যাকেই জাটকা আহরণ ও বাজারজাতের সাথে যুক্ত পাওয়া যাবে তাকেই মৎস্য রক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/আরাফাত/