মতলব উত্তর (চাঁদপুর): মাদ্রাসা ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামী সমাজ সেবামুলক সংগঠন ‘আলোর পথিক সমাজ সংঘ’ এর উদ্যোগে তারতিলুল কুরআন ক্বিরাত প্রতিযোগীতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ডিসেম্বর উপজেলার এনায়েতনগর সাহেব মসজিদ সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উপজেলার ১৩টি মাদ্রাসা ৩ টি ক্যাটাগরিতে এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
কুরআন তিলাওয়াত, মাহমদ ও নাত পরিবেশন এবং কুইজ প্রতিযোগীতা, এই তিনটি ক্যাটগরিতে মাদ্রাসা ছাত্ররা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। প্রতিযোগীতা শেষে আলোর পথিক সমাজ সংঘ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুরআন তিলাওয়াত ছোট দলে দ্বিতীয় স্থান লাভ করেছে পশ্চিম বাইশপুর ব্রিকস্ফিন্ড সংলগ্ন ওছমান ইবনে আফফান (রাঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আরাফাত হোসেন ও তৃতীয় স্থান অধিকার করেছে এই মাদ্রাসার ছাত্র মোঃ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন সাহেব বাজার ব্যবসায়ী বণিক সমিতি ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
ওছমান ইবনে আফফান (রাঃ) হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মোঃ ফোরকান জানান, গত ২০২০ সালে আয়োজিত প্রতিযোগীতায়ও ওছমান ইবনে আফফান (রাঃ) হাফিজিয়া মাদ্রাসার দুইজন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছিল।
এছাড়াও ওছমান ইবনে আফফান (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিযোগীতা ও পরীক্ষায় উল্লেখযোগ্য স্থান লাভ করে থাকে। যার কারণে ওছমান ইবনে আফফান (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে একটি জনপ্রিয়তা লাভ করেছে।
ফম/এমএমএ/