মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লোকমান আহমেদ মুন্সির এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার পাঠান বাজার আবিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষ থেকে এ সভা আয়োজন করা হয়।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মিজানুর রহমান, চেয়ারম্যান প্রার্থী লোকমান আহমেদ মুন্সি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা আব্দুল বাতেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিলন মুন্সি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাসুদুর রহমান, আতিক ভান্ডারী, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওছমান গনি শিকদার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম বেপারী, যুবলীগ নেতা আবুবকর, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ নৌকা প্রতীকের পক্ষে ভোট চান ও নৌকা প্রতীক বিজয়ের লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত নজরুল ইসলাম।
ফম/এমএমএ/