মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটানিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক। এসময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু তাহের উপস্থিত ছিলেন। ২৮ ফেব্রুয়ারী দুপুরে প্রার্থীরা প্রতীক গ্রহন করেন। পরে নিজ এলাকায় গিয়ে তারা প্রচারণা শুরু করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান পেয়েছেন অটোরিক্সা প্রতীক, সাবেক ছাত্রনেতা অ্যাড. মোঃ সেলিম মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক, মোঃ বদিউল আলম পেয়েছেন চশমা প্রতীক, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি পেয়েছেন ঢোল প্রতীক, বিএনপি নেতা আবুল কাশেম মাস্টার পেয়েছেন আনারস প্রতীক, শরিফ মাহমুদ সায়েম পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক, ফয়সাল আহমেদ পেয়েছেন টেলিফোন প্রতীক ও হাবিবুর রহমান তপাদার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। এদিকে আগামী ১৬ মার্চ একই দিনে ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডে আতাউর রহমান পেয়েছেন তালা প্রতীক ও সাংবাদিক শ্যামল চন্দ্র দাস পেয়েছেন মোরগ প্রতীক।
অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, আমি আজকে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। সেজন্য মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, সকলের দোয়ায় এবং সমর্থনে আমি প্রার্থী হয়েছি। মোহনপুর ইউনিয়নে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি আশা করি বিপুল ভোটে আমি জয়ী হবো ইনশাল্লাহ।
রির্টানিং কর্মকর্তা ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক বলেন, আজকে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে। সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আযান ও নামাজের সময় ব্যতীত প্রচারণা করতে বলা হয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোন অভিযোগ পাওয়া গেলে নির্বাচন পরিচালনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/