মতলব উত্তরের মাদকব্যবসায়ী মালেক ও সুমন গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর  থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মালেক ও সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। ১শ’ পিস ইয়াবাসহ তাদেরকে নাউরী এলাকা থেকে মঙ্গলবার দিনগত রাতে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ সাহেব এর তদারকীতে থানায় কর্মরত এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নস্থ নতুন বাজার হইতে নাউরী যাওয়ার রাস্তা নাউরী আদর্শ ডিগ্রী কলেজ সংলগ্ন নূর হোসেন এর রিক্সা সাইকেল গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মালেক (৫০), পিতা- মৃত জিয়া উদ্দিন, সাং- পশ্চিম নাউরী, (প্রধানিয়া বাড়ী) ও মোঃ সুমন (৩২), পিতা- মোঃ হানিফ প্রধান, সাং- বড় হলদিয়া, (প্রধানিয়া বাড়ী), উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে  গ্রেফতার করতঃ সাক্ষীদের মোকাবেলায় তাদের হেফাজত হইতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বুধবার গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

ফম/এমএমএ/