মতলব উত্তরের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভনিং বডির এডহক কমিটির সভাপতি কর্ণেল (অব.) মোঃ মতিউর রহমান।

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, শিক্ষক প্রতিনিধি এসএম শরীফুল ইসলাম প্রমুখ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল মজিদ সরকার, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোঃ খবিরুল আলম মাস্টার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর মুন্সি, শিক্ষানুরাগী ইমু সরকার, সমাজসেবক মাহমুদুল হক চৌধুরী, এপেক্স গ্রুপের ডিজিএম ইঞ্জি. গোলাম কিবরিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মোঃ আল আমিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাজনীন আক্তার, রিয়া মনি, তানজিলা আক্তার মিম, মাহবুবুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রভাষক রাকিবুর হাসান।

অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে আলোচনা ও পর্যালোচনা হয়। অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ ও শিক্ষা বিষয়ক তথ্য তুলে ধরে বক্তব্য দেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম