মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার আসন্ন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী গোলাম মহিউদ্দিন। তিনি ছাড়া ওই ইউনিয়নে জাপার আর কোন প্রার্থীকে মাঠে পাওয়া যায়নি। ইতোমধ্যেই তিনি ইউনিয়নবাসীর কাজে জনপ্রিয় হয়ে উঠেছেন।
বিগত দিন ধরে তাকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সেটে প্রচারণা করতে দেখা যাচ্ছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনগনের ব্যাপক সাড়া পাচ্ছেন গোলাম মহিউদ্দিন। তিনি জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস, মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার নিজ গ্রাম লবাইরকান্দি ও আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়াও বিভিন্ন সমস্যায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান সাবেক ছাত্রসমাজ নেতা গোলাম মহিউদ্দিন।
মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বলেন, আমি জাতীয় পার্টি থেকে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন মনোনয়ন প্রত্যাশী। লাঙ্গল প্রতীকে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো। প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে সর্বস্তারের জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। বিগত দিন যে সমাজসেবা মূলক কার্যক্রম করেছি, সেই হিসাবে আমি আশা করি জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এমরান হোসেন মিয়া আমাকে আসস্ত করেছেন। দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপা থেকে মনোনয়ন নিয়ে আমি নির্বাচন করবো। আমি আশা করি বিপুল ভোটে জয়ী হবো, ইনশাল্লাহ। আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। জাতীয় পার্টি জিন্দাবাদ।
ফম/এমএমএ/