মতলব উত্তর (চাঁদপুর): জেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লার এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে কলাকান্দা ইউনিয়নের ৪৮নং হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতিকের পক্ষে উঠান বৈঠকে এটিএম মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ও যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামলের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা, জেলা যুবলীগের সদস্য গাজী শাখোয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা সেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজ সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা আওয়ামী লীগের লোক নয়। তারা বিএনপি জামায়াতের এজেন্ডা হয়ে প্রার্থী হয়েছেন। তাই তাদের আওয়ামী লীগে আর কোন স্থান নেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। কারণ তারা দলীয় সিদ্ধান্তের বাইরে চলে গেছেন। বক্তারা আরও বলেন, কলাকান্দা ইউনিয়নে গোলাম কাদির মোল্লাকে নৌকা প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন আওয়ামী লীগকে কলঙ্ক মুক্ত করেছেন। কেউ দলের সিদ্ধান্তের বাইরে না গিয়ে নৌকার পক্ষে কাজ করুন। তাহলেই নৌকার জয় হবে, উন্নয়ন অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। সবাই নৌকায় ভোট দিবেন।
ফম/এমএমএ/