মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও স্মারক বৃক্ষ রোপন করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রধান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী, হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ইব্রাহিম খান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন খান প্রমুখ।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে স্মারক বৃক্ষ রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় অতিথি  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম