
মতলব উত্তর (চাঁদপুর): সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এমপিওভুক্ত হয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় (চরকাশিম), হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও আউলিয়াবাগ দাখিল মাদরাসা। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এর বিশেষ অবদানে এই প্রতিষ্ঠানগুলো এমপিও লাভ করেছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে অভিনন্দন বার্তার মহোৎসব। আনন্দ বিরাজ করছে চারিদিকে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা বলেন, আমাদের বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এমপি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এ সম্মান অক্ষুন্ন রাখার চেষ্টা করবো।
ফম/এমএমএ/