মতলব উত্তরের ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ !

সেবার মান ব্যাহত হচ্ছে

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সবগুলো ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে গত ৩ মাস ধরে। এর ফলে গর্ভবর্তী মায়েদের সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সোমবার (১৭ মার্চ)  উপজেলার ফতেপুর পশ্চিম, সুলতানাবাদ, দূর্গাপুরসহ কয়েকটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

জানা যায়, ১৪টি ইউনিয়ন এফডব্লিউসি’তে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় সেবা নিতে আসা রোগীর সংখ্যাও কমে গেছে। অন্য সময় প্রতিদিন গড়ে ৩০-৪০ রোগী সেবা নিলেও গত ২/৩ মাসে প্রতিদিন গড়ে রোগী দেখা গেছে মাত্র ৫-১০ জন। এতে করে গর্ভবতী মায়েরা প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি নবজাতক শিশুদের প্রাথমিক চিকিৎসার ওষুধও সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে মুখ সরিয়ে নিতে শুরু করেছে সাধারণ মানুষ।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্রে জানা গেছে, সর্বশেষ গত ডিসেম্বর মাসে ওষুধ সরবরাহ হয়েছে। চাহিদা অনুযায়ী চিঠি দিলেও সে অনুযায়ী ওষুধ আসে না। যার কারণে এফডব্লিউসি’গুলোতেও চাহিদা অনুযায়ী ওষুধ সাপ্লাই সম্ভব হচ্ছে না। বর্তমানে ওষুধের অনেক চাহিদা থাকলেও চাহিদার ৮০ শতাংশ ওষুধই আসে না। সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে প্রায় ২১-২৭ প্রকার ওষুধ দেওয়ার কথা। কিন্তু সরকারিভাবে ওষুধ সরবরাহ না থাকায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে ওষুধ পৌছায় না। ফলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের। প্রতিনিয়ত তাদের সাথে রোগীদের তর্কবির্তক হচ্ছে।

আরো জানা গেছে, প্যারাসিটামল, ওমিপ্রাজল, এন্টাসিট, মেট্রোনিজল, নাপা সিরাপ, জন্মনিয়ন্ত্রণ পিল, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রণ সহ ২১-২৭ প্রকার ওষুধ দিচ্ছে সরকার। কিন্তু বিগত ৩ মাস ধরে এই ওষুধগুলো সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারি মোঃ আলমগীর হোসেন জানান, আমরা প্রতিনিয়তই ওষুধের চাহিদাপত্র পাঠাচ্ছি। কিন্তু কোন মাসে অল্পকিছু ওষুধ পাই, আবার কোন মাষে ওষুধ পাই না। তবে এবার সর্বশেষ ডিসেম্বরে’২৪ ওষুধ পেয়েছি।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আফরোজা রোমানা বলেন, ওষুধের জন্য প্রতিনিয়ত চাহিদা পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ ওষুধ সাপ্লাই দিলেই ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে পাঠানো হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম