মতলব ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের আলোকিত ’৯৫ বন্ধু ফোরামের ফ্যামিলি ডে ৬ মে

চাঁদপুর: “এসো বন্ধুরা আবারো মিলিত হই একসাথে” -এই শ্লোগান সামনে রেখে আসছে ৬ মে শুক্রবার সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে “আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের ফ্যামিলি ডে ও ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত হবে।
এতে বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সকল সহপাঠী বন্ধুগণসহ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক-শিক্ষিকাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন- আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের অন্যতম সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার, আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য কুমিল্লার ১৪গ্রাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ, আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মুক্তার হোসেন,  আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ছগির আহমেদ,  আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য নুসরাত জাহান লাভলী, আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য মোঃ খোরশেদ আলম, আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য রূপালি আক্তার ও আলোকিত ‘৯৫ বন্ধু ফোরামের সদস্য কুলছুম আক্তার।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম