মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ২রা নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারন সদস্য ৪৫৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক ৭ ও স্বতন্ত্র প্রার্থী ২৫ জন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম ওইসব মনোনয়নপত্র বাছাইকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ম্যানুয়েল আইনের ২৬ এর ১ ধারায় ঋণ খেলাপির কারনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়অর রেজাউল করিম ও একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল গাজীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকতা। পাশপাশি কলাকান্দা ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী আক্তার ও একই ইউনিয়নের ৪,৫, ৬নং ওয়ার্ডের প্রার্থী জান্নাতি আক্তারের বয়স কমের কারনে তার মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নি কর্মকর্তা। তবে প্রার্থীরা ৩ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নি কর্মকর্তা। বাকী ৬৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে।
এছাড়াও একাধিক মনোনয়নপত্র জমা না হওয়ায় ফতেপুর পশ্চিম ইউনিয়নে নুর মোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়নে মোকাররম হোসেন খান ও ইসলামাবাদ ইউনিয়নে সাখাওয়াত হোসেন সরকার মুকুলকে একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ১৪টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/