মতলব অফিসার্স ক্লাবের বিদায় ও বরণ

মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় ও বরণ অনুষ্ঠান বুধবার (২১ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, বিদায়ী সহকারী শিক্ষা অফিসার তানভীর হাসান, বিদায়ী তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং নবাগত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন ও অন্যান্য কর্মকর্তাদেরকে বরণ করা হয়।
ফম/এমএমএ/