চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ‘মতলব সেতু’ থেকে শুরু করে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দাউদকান্দি ব্রিজ পর্যন্ত সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বহু জায়গায় গর্ত হয়ে মাটি নিচে পড়েগেছে। দিনের বেলায় কোনরকম যানবাহন চলাচল করলেও রাতের বেলায় এসব গর্ত হয়ে উঠে মৃত্যুকুপ।
সম্প্রতি সময়ে মতলব সেতু থেকে শুরু করে সড়কটিতে দেখাগেছে, সড়কের বিভিন্ন স্থানে সেতুর দুই পাশ, বিভিন্ন পুকুরে পাড়, রাস্তা সরলিকরণ স্থান ও বিভিন্ন মোড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। চলতি বছরের বৃষ্টি মৌসুমে এসব গর্তের আকার আরো বড় হয়েছে। কিন্তু সড়ক বিভাগ থেকে সাময়িক কোন মেরামতের ব্যবস্থা নেয়া হয়নি।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের একজন কর্মকর্তার সাথে আলাপ করে জানাগেছে, সর্বশেষ এই সড়কটি দুইবারে উন্নয়ন কাজ হয়। প্রথম ৯০ কোটি টাকা বরাদ্দ আসে। সেই টাকায় কাজ না শেষ হওয়ায় আরো ৩০ কোটি টাকা বরাদ্দ আসে। এরপর কাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহন চালকরা জানান, সড়কটি নির্মাণ হলেও মান ভাল না হওয়ায় এবং সড়কের পাশে যেসব স্থানে পুকুর ও জলাশয় রয়েছে সেখানে গাইড ওয়াল না দেয়ায় সড়ক এখন মৃত্যুকুপে পরিণত হয়েছে। ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন যানবাহন ও পথচারীদের জন্য মরন ফাঁদ।
স্থানীয়দের দাবী, অচিরেই সড়কটি মেরামত করা প্রয়োজন। তা নাহলে গর্ত আরো বড় হবে এবং বড় ধরণের দুর্ঘটনা মৃত্যুর আশঙ্কা রয়েছে।
ফম/এমএমএ/