মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাহ সোলায়মান লেংটা বদরপুর বেলতলী মেলায় আগত অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। ও
রছ উপলক্ষে আগত ব্যক্তি গত ৩০ মার্চ ইং তারিখে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় বেলতলী বাজারে বাঁধের পশ্চিমে পাশে লেংটার মেলায় আগত অজ্ঞাতনামা ব্যক্তি বয়স আনুমানিক ৭০ (পুরুষ) অটোরিকশার ধাক্কায় মাথায় ও হাতে পায়ে আঘাত পেয়ে বেড়ীবাঁধের উপর আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন উক্ত ব্যক্তিকে বেলতলী বাজার ডাক্তার জয়নাল আবেদীন এর নিকট প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১-২০ মিনিটে মৃত্যুবরণ করেন। পুলিশ সংবাদ পেয়ে লাশের সুরুতাহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন। এই সংবাদ লেখা পর্যন্ত উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি লাশ সনাক্ত বা চিনতে পারলে মতলব উত্তর থানার যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হল।
ফম/এমএমএ/