মতলবে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আব্দুল কাইয়ুম (২৬) নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার বটতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান করা হয়। অভিযানে উপজেলার বটতলা মোড় এলাকা থেকে ছিনতাইকারী আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যাক্তিকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম