মতলবে মহাঅষ্টমী স্নান উৎসব

মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানযাত্রা উৎসব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) চৈত্রমাসের মহাঅষ্টমী তিথীতে নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দ তীর্থস্থানে পাপমোচনের নিমিত্তে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গ স্নানের মধ্য দিয়ে পাপ থেকে মুক্তি লাভ করে।

মতলব দক্ষিণের পূর্ব কলাদী রোডের ধনাগোদা নদী সংলগ্ন স্থানে, মতলব উত্তরের দুর্গাপুরে ধনাগোদা নদীর তীরে এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়। স্নান উৎসবকে ঘিরে বসে একদিনের মেলা।

মেলায় হরেক রকমের দোকানীরা তাদের পসরা সাজিয়ে বেচাকেনা করে। অপরদিকে পুরোহিতরা গঙ্গা স্নান শেষে ভক্তদের মন্ত্র পাঠ করান ও প্রসাদ বিতরণ করেন। গঙ্গাস্নানে শত শত ভক্তদের মিলনমেলা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম