চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের সরকার বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিএনপি নেতা বশির আহমেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। সেই আলোকে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য যা যা করা দরকার তার সবটুকু করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে বিএনপি। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সকল ধরনের সেবা প্রদানের লক্ষে ৩১ দফার আলোকে একটি নির্দিষ্ট পন্থায় এগুচ্ছে বিএনপি। স্বৈরাচারী সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়ে গেছে। ওই অবস্থান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।
সমাজ সেবক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।
ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, রুহুল আমিন সরকার, মনির হোসেন, মনির হোসেন সরকার, মাসুদ আলম, ইউনিয়ন যুবদল নেতা রফিক সরকার, রোমান গাজী, সালাউদ্দিন তফাদার, মো. জাকারিয়া, মো. মোবারক হোসেন, মো. সাত্তার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/