চাঁদপুর : চাঁদপুর মতলব উপজেলায় নিখোঁজের ৯ দিন পর পুকুরের পাড় থেকে রহিমা বেগম (৭০) নামে বৃদ্ধার অর্ধগলিত মরদের উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে ফসলি জমির পুকুরপাড় থেকে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগম তালতলী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ঢালীর স্ত্রী।
স্বজনরা জানান, বিকেলে উপজেলার তালতলী গ্রামে ফসলী জমির পাশে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে মতলব থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে কামরুন্নাহার জানায়, আমার মা (রহিমা বেগম) ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। নিখোজেঁর পর থেকেই স্বজনরা সামাজিক যোগাযোগের মাধ্যমেসহ মাইকিং করে অনেক খোঁজাখোঁজি করে তাকে পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, নিহত রহিমা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
ফম/এমএমএ/