মতলবে নেতার ছেলের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের শোক

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার মাস্টারের ছোট ছেলে জহিরুল আলম হিমেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে এক শোক বার্তায় এমএ কুদ্দুস বলেন, এমন করুন মৃত্যু কখনোই কাম্য নয়। তরুণ উদীয়মান জহিরুল হিমেল খুবই ভদ্র ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে আমি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারবর্গ যাতে এই শোক সইতে পারে সেই দোয়া করছি। মহান আল্লাহ তায়ালা মরহুমের বিদেহী আত্মার শান্তি করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

উল্লেখ্য, গত ১৯ জুন বুধবার রাতে মোহনপুর বেড়িবাঁধে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেন৷ তার এ আকষ্মিক মৃত্যুতে চারিদিকে হৈচৈ পড়ে যায়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম