মতলবে নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এম ইসফাক আহসান সিআইপি

মতলব উত্তর (চাঁদপুর): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান সিআইপি নেতাকর্মীদের সাথে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। ১৪ জুলাই শুক্রবার সকালে তার নিজ বাড়ি লতরদি গ্রামে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সকলের পরিবারের খোঁজ খবর নেন।

উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকারের যৌথ সঞ্চালনায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান (সিআইপি)।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীডা বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, কলাকান্দা ইউপি‘র সাবেক চেয়ারম্যান গোলাম কাদের মোল্লা প্রমুখ। আলোচনা শেষে মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ সকলে।

এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আলীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, আব্দুল মান্নান বেপারী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেলসহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ মহিলা লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় আলোচনা সভায় এম ইসফাক আহসান ( সিআইপি) ছেংগারচর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে আগামী ১৭ জুলাই বিজয়ী করার লক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ এতটা উন্নত। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ পাব শীঘ্রই। তাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম