মতলবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরিবেশ আইনে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কর হয়। এ সময় ওই বাজারের নজরুল স্টোর থেকে ১০৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুস সাত্তারকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন কিংবা ব্যবহারের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে মতলব উত্তর থানার একদল পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষার্থে সক্রিয় সহযোগিতা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম