চাঁদপুরের মতলব পৌরসভার শোভনকর্দী এলাকায় ধসে পড়েছে একটি সেতু। রবিবার (১৪ আগস্ট) ভোরে ভারি বৃষ্টিপাত ও তীব্র স্রোতের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকার যোগাযোগব্যবস্থা। ফলে দুর্ভোগে পড়েছে আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৬ লাখ ৭৫ হাজার টাকা। সেতুটি নির্মাণের স্থান ছিল পৌরসভার পাশের একটি ইউনিয়নে। কিন্তু শোভনকর্দী ও তার আশপাশের বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে সেতুটি এখানে নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রবিউল ইসলাম খানের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তবে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ফম/এমএমএ/